ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

স্বাধীনতা পদক ‘ছিনতাই’ করে জিয়ার নাম মুছা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
স্বাধীনতা পদক ‘ছিনতাই’ করে জিয়ার নাম মুছা যাবে না

ময়মনসিংহ: স্বাধীনতা পদক ‘ছিনতাই’ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এ দেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, এ পদক প্রত্যাহারের মধ্য দিয়ে সরকার গোটা জাতিকে অপমান করেছে।

দেশের গর্ব মুক্তিযোদ্ধাদের অপমান করেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে এক বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, কোতয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুল হক, বিএনপি নেতা বাবলা চৌধুরী, নাজমুল হক বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।