ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিএনপি

খালেদা ফিরছেন ২১ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, সেপ্টেম্বর ১৩, ২০১৬
খালেদা ফিরছেন ২১ সেপ্টেম্বর

ঢাকা: সৌদি আরব থেকে লন্ডনে যাচ্ছেন-এমন গুঞ্জন শোনা গেলেও হজ পালন শেষে আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

হজের আনুষ্ঠানিকতা পালনে এ মুহূর্তে মিনায় (মুজদালিফায়) আছেন তিনি।

সঙ্গে রয়েছেন-বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, হজের সব আনুষ্ঠানিকতা শেষ হলে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে সেখানেই অবস্থান করবেন খালেদা জিয়া। এরপর ২০ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, সব ঠিকঠাক থাকলে ম্যাডাম ২১ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।