ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

ফেনীতে আটক বিএনপির ৮ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
ফেনীতে আটক বিএনপির ৮ নেতা কারাগারে

ফেনী: ফেনী থেকে আটক বিএনপির বিভিন্ন পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে বৃহস্পতিবার রাতে ফেনী শহরের হোটেল মিডনাইট থেকে তাদের আটক করে পুলিশ। তারা হলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ   ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি বাবুল আহমেদ, ফেনী জেলা যুবদলের সহ সভাপতি নুর নববী চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদ খান জয় ও ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, রাষ্ট্রবিরোধী বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

তবে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্যই ওই নেত‍াদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।