ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
বগুড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বগুড়ায় জেলা বিএনপি।  
 
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি আব্দুর রহমান, খাজা ইফতেখার, উপদেষ্টা মো. শোকরানা, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পবন, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।
 
সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার বাকশালী কায়দার দেশ পরিচালনা করছে। বিএনপি নেতাকর্মীদের নামে হুলিয়া জারি করেছে। বিএনপিকে ধ্বংস করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে বর্তমান সরকার।
 
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এ সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য লড়াই-সংগ্রাম করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।