ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

নবাবগঞ্জে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
নবাবগঞ্জে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

ঢাকা: ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নে ঈদ পুনর্মিলনী করেছে উপজেলা বিএনপি।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের আগলা উত্তর চৌকিঘাটা গ্রামে ভিপি হারুণের বাড়িতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


 
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি আবেদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক আকরাম উদ্দিন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ উসমানী, সহ সভাপতি রজ্জব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন উদ্দিন পলাশ, হাবিবুর রহমান পান্নু, আব্দুল মালেক, তপন মোল্লা, আব্দুল বাতেন, আবু সাঈদ, উপজেলা যুবদল সভাপতি মহসিন রহমান আকবর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী বুলু, সহ সাধারণ সম্পাদক মো. সেন্টু মোল্লা, স্বেচ্ছাসেবকদলের ডিএইচ জসিম, উপজেলা জাসাস সভাপতি সালাহ্উদ্দিন বাদল, উপজেলা কৃষক দলের সভাপতি এমএ রশিদ, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, উপজেলা তাঁতিদলের মোসলেম বেপারী, ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রাকিব, মৈইন খান তুষার, জসিম মোল্লা, মোরাদ, শাহিন, সৌরভ, জিয়া পরিষদের ইমরান প্রম‍ুখ।

অনুষ্ঠান শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারমান আব্দুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নানের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।