ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

খালেদার ফেরা একদিন পেছালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
খালেদার ফেরা একদিন পেছালো

ঢাকা: আগামী বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা থাকলেও হজ পালন শেষে সৌদি আরব থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)।

এদিন বিকেলে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।


 
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
এদিকে হজ শেষে শনিবার (১৭ সেপ্টেম্বর) মক্কায় বিদায়ী তাওয়াফ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ ডা. জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান ও গৃহকর্মী ফাতেমা বেগম ছিলেন।
 
সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান বিএনপি নেত্রী। রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। হজ পালনকালে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।