ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কানাডা বিএনপি বলছে ‘বাংলাদেশ নিরাপদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
কানাডা বিএনপি বলছে ‘বাংলাদেশ নিরাপদ’ ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির আন্দোলনকারীরা কী বোঝাতে চাচ্ছেন! তাদের ভাষা বা বক্তব্য আসলে কী? এই প্রশ্নই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান কানাডা সফরকে কেন্দ্র করে সেদেশে বিএনপির নেতারা রাস্তায় নামেন।

তবে তাদের হাতের ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশের জনগণ নিরাপদ, বাংলাদেশ নিরাপদ’। অর্থাৎ ইংরেজিতে যা ছিল, ‘Safe people, Safe Bangladesh’।

হঠাৎ বিএনপি সমর্থকদের এমন ‘প্রশংসা’ খটকা লাগার মতোই। অনেকে বলছেন, বাংলাদেশ তো সত্যিই নিরাপদ, তারা ঠিকই বলেছেন।

এটি নিয়েই উঠেছে প্রশ্ন। তারা Safe (নিরাপদ) নাকি Save (বাঁচানো) কোনটি বোঝাতে চেয়েছিলেন? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কানাডার বাঙালি পাড়ায় আলোচনা এখন বেশ তুঙ্গে। মন্তব্যও কম আসছে না জনসাধারণের, একেকজনের এক একটি মন্তব্য।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।