ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতা আজিজের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
বিএনপি নেতা আজিজের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: শৈলকুপায় বিএনপি নেতা আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শৈলকুপা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল আজিজ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।