ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিএনপি

ফখরুলসহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ফখরুলসহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা: রাজধানীর পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলের ৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখের আদালত।

 

চার্জ গঠনের ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

শুনানির সময় মির্জা ফখরুলসহ অর্ধ শতাধিক আসামি আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পল্টনের ভিআইপি রোডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, জয়নুল আবেদিন মেজবাহ প্রমুখ শুনানি করেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।