ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিএনপি

নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নোয়াখালী: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা মিথ্যা এবং গ্রেফতারি পরোয়ানা জারি ষড়যন্ত্রের অংশ দাবি করে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়।

মিছিল শেষে পৌর বাজারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কিরণ, সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, জেলা কৃষকদলের সভাপতি সলিম উল্লাহ্ বাহার হিরন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ্ জাফর উল্লাহ্ রাসেল, যুগ্ম-আহ্বায়ক আবদুল করিম মুক্তা, কৃষকদলের সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান পলাশ, সদর উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, যুবদল নেতা ফজলে এলাহী পলাশ, শহর যুবদলের সভাপতি মনির উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রদলের সমন্বয়ক আজগর উদ্দিন দুখু প্রমুখ।

সমাবেশে বক্তারা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।