ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
বগুড়ায় হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়া: দলের স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করেছে বগুড়া জেলা বিএনপি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে (বাদ জুমা) শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, বিএনপি নেতা আব্দুর রহমান, খাজা ইফতেখার আহমেদ, অ্যাড. একেএম সাইফুল ইসলাম, অ্যাড. আব্দুল বাছেদ, অ্যাড. নাজমুল হুদা পপন, মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়াদুদ, শাহ্ মো. মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, খান জাহাঙ্গীর, মাহবুব হাসান লেমন, ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর দারা, আব্দুল আজিজ হীরা, শ্রমিক নেতা মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।