ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

আশুলিয়া (ঢাকা): রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কর্মীরা বলেন, সরকার ভীত ও তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এ ধরনের মিথ্যাচার করছে। তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।  

এ সময় সরকারের প্রতি নিন্দা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।