ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতা ডলারকে গ্রেফতারে ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
বিএনপি নেতা ডলারকে গ্রেফতারে ফখরুলের নিন্দা

ঢাকা: গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছুল আজম ডলারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদেরদের ক্রমাগত মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করছে।

তিনি বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউছুল আজম ডলারকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতিরই বহিঃপ্রকাশ।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ডলারের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।