ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরে আসবেন বলে নেতা-কর্মীদের জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।



তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা মিথ্যা উল্লেখ করে এর প্রতিবাদে দেশনেত্রী কেন্দ্রীয় ফোরাম এ সভার আয়োজন করে।

নেতা-কর্মীদের উদ্দেশে মোয়জ্জেম হোসেন আলাল বলেন, আপনারা (নেতা-কর্মী) তার (তারেক রহমান) আসার অপেক্ষায় না থেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যান।

তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা মিথ্যা উল্লেখ করে আলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন আঁচলে বেঁধে রেখেছেন। তারেক রহমানের দেশে ফেরা বন্ধ করতে তাই মিথ্যা মামলা দ‍ায়ের করা হয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসএমএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।