ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

আ.লীগের সম্মেলনে এখনো যোগ দেয়নি বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আ.লীগের সম্মেলনে এখনো যোগ দেয়নি বিএনপি

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখা যায়নি।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, সিদ্ধান্তহীনতার কারণে বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে এখন পর্যন্ত যোগ দিতে পারেনি।     

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এমএম/বিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।