ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর হোসেনের বড় ভাই মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ব্যক্তি হিসেবে মরহুম আবদুর রাজ্জাক রফিক অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

এছাড়া স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানি হিসেবে জাতি তাকে চিরদিন স্বরণ করবে।

মরহুম আবদুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম।

অন্য এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

রোববার (২২ অক্টোবর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।