ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

‘ক্ষমতার দ্বারপ্রান্তে খালেদা জিয়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
‘ক্ষমতার দ্বারপ্রান্তে খালেদা জিয়া’ ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় আসার দ্বারপ্রান্তে চলে এসেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।

প্রতিবাদ সভাটি আয়োজন করে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া ক্ষমতা পাওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছেন, তাই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতারা বলছেন- বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যার মানে এটাই- বিএনপি ক্ষমতার কাছাকাছি চলে এসেছে, তাই তারা ভয় পাচ্ছে।

বর্তমানে জঙ্গিবাদের প্রসঙ্গে তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, যা সৃষ্টি করেছে এই সরকারই।

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে, যা তারা নিজেও জানেন বলেও মন্তব্য করেন মোশাররফ হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর ররহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আল আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসটি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।