ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সিলেটে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সিলেটে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ নবনির্বাচিত নেতাদের  অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

 

রোববার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর পূর্ব মিরাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে নাইয়রপুল পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে পথসভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, আব্দুস শহীদ, সাবেক ছাত্রদল নেতা আমিনুজ্জামান জোয়াহির, কাউন্সিলর আব্দুর রজিব তুহিন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ডিপজল, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রকিব, শহিদুল ইসলাম কাদির, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিপক রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনইউ/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।