ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

`প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণ হয় বিচার বিভাগ নিয়ন্ত্রিত'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
`প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণ হয় বিচার বিভাগ নিয়ন্ত্রিত' ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান বিচারপতির ক্ষোভেই প্রমাণ হয় বিচার বিভাগকে সরকার নিয়েন্ত্রণ করার চেষ্টা করছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

বুধবার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করে।

রিজভী বলেন, সরকারের সিংহাসন টালমাটাল হয়ে উঠছে। জনগণকে তারা চাপিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জনগণ এগিয়ে আসছে।

তিনি আরও বলেন, ‘এই সরকার বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। সরকারের সমালোচনা করলেই গুম-খুন করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও গুম খুন থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন গণতন্ত্র চাই না’।

কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবি জানিয়ে রিজভী বলেন, সোহেল বিনয়ী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর।

শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকলে কতদূর যাওয়া যায় তার প্রমাণ স্বেচ্ছাসেবক দল। তাদের পূর্বসুরিদের মতো বাবু, জুয়েল, ইয়াসিন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করছি। স্বেচ্ছাসেবক দলকে যুগান্তকারী সংগঠনে পরিণত করবেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।