ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

‘ধর্ষণের পেছনে সরকার দলীয় ক্যাডাররা জড়িত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
‘ধর্ষণের পেছনে সরকার দলীয় ক্যাডাররা জড়িত’ ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব ধর্ষণের পেছনে সরকার দলীয় ক্যাডাররা জড়িত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, দেশে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, ধর্ষকরা সরকারি মদদে লালিত হচ্ছে। সরকার তাদের লাইসেন্স দিয়েছে, কারণ তাদের আগামী নির্বাচনে ব্যবহার করা হবে।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

হাফিজ উদ্দিন বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো একটি জনস্বার্থ বিরোধী প্রকল্প আমরা হতে দেবো না। দশ টাকায় চাল দেবে বলে যে আশা সরকার দেখাচ্ছে মূলত সেটা লুটপাটের পরিকল্পনা। এভাবেই জনগণের সঙ্গে ভাওতাবাজি করে আসছে আওয়ামী লীগ সরকার।

শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে যাবে না বলেও সংকেত দেন হাফিজ উদ্দিন।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল জয়নুল আবেদিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব) সৈয়দ মো. ইব্রাহীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেডএফ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।