ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

খুলনা জেলা বিএনপির বিক্ষোভ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
খুলনা জেলা বিএনপির বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি হয়েছে।

খুলনা: খুলনা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে মহানগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারী।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি কওসার আলী জমাদ্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে মনিরুজ্জামান মন্টু, কওসার চৌধুরী, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আশরাফুল আলম নান্নু ও শেখ আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬

এমআরএম/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad