ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

একতরফা নির্বাচন কমিশন গঠন চলবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
একতরফা নির্বাচন কমিশন গঠন চলবে না

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর কুপরামর্শে একতরফা নির্বাচন কমিশন গঠন করা চলবে নাএমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে সব রাজনৈতিক দলের আস্থা থাকবে

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর কুপরামর্শে একতরফা নির্বাচন কমিশন গঠন করা চলবে নাএমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে সব রাজনৈতিক দলের আস্থা থাকবে

শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ও ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি ইস্যুতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

এতে রিজভী বলেন, নাসিক নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসাহ থাকলেও তারা আশঙ্কায় ভুগছেন। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। এছাড়াও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও তার সমর্থকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

বৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এমনিতেই নারায়ণগঞ্জ সন্ত্রাসকবলিত এলাকাসহিংসতা এড়াতে নির্বাচনের আগে সেখানকার বৈধ অস্ত্র জমা নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ এখনও নেওয়া হয়নি পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের লক্ষে সেনা মোতায়েনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি

এ সময় ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ চুক্তি দেশের স্বার্থবিরোধীএ চুক্তির ফলে ভারত বেশি লাভবান হবে

রিজভী বলেন, সমুদ্র ও নৌপথে চলাচল ও ভারতের সঙ্গে ‘ওপেন স্কাই’ চুক্তি করছে বাংলাদেশ ভারত-বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থে আমাদের নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না অথচ বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, ‘ওপেন স্কাই’ সুবিধা এ মুহূর্তে বাংলাদেশের দেওয়া ঠিক হবে না বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেনতাছাড়া রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থও এ চুক্তির সঙ্গে জড়িত

এ অবস্থায় ভারতকে মুক্ত আকাশ সুবিধা দেওয়া জাতীয় স্বার্থবিরোধী মন্তব্য করে এ সব কর্মকাণ্ড ও চুক্তি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬/ আপডেট: ১৪২২ ঘণ্টা

জেডএফ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।