ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জ কারাগারে বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
নারায়ণগঞ্জ কারাগারে বিএনপি নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলী হোসেন প্রধানের (৬৫) মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলী হোসেন প্রধানের (৬৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে বুকে ব্যথা অনুভব হলে কারারক্ষীরা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, গত ৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে আলী হোসেন কারাগারে বন্দি ছিলেন। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মধ্যরাতে বুকে ব্যথার কথা জানালে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাশকতার মামলায় গত ৩ নভেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে আলী হোসেন প্রধানকে গ্রেপ্তার করা হয়। একইদিন তাকে কারাগারে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ বাংলানিউজকে বলেন, আলী হোসেন প্রধান বিএনপির একজন ত্যাগী নেতা ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।