ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ময়মনসিংহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি কেক কাটচ্ছেন নেতাকর্মীরা/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে ময়মনসিংহ জেলা ছাত্রদল। রোববার (০১ জানুয়ারি) দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে কেক কেটে দিনটি উদ্‌যাপন করে নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ সভাপতি সুজা উদ্দৌল্লাহ সুজার নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নূর জাহান ইয়াসমীন, নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, জেলার যুগ্ম সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, লিটন আকন্দ, যুবদল নেতা জগলুল হায়দার, ছাত্রদল নেতা ইবনে খালিদ, বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক সুজন, ছাত্রনেতা শফিকুল ইসলাম ফরহাদ, জিএস মাহাবুব, এজিএস রানা, রবিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এমএএএম/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।