ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিএনপি

‘এ সরকার টিকে থাকলে মামলা থেকে কেউ রেহাই পাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, জানুয়ারি ১৪, ২০১৭
‘এ সরকার টিকে থাকলে মামলা থেকে কেউ রেহাই পাবে না’ আসলাম চৌধুরী মুক্তি পরিযদের সুধী সমাবেশে বক্তব্য রাখছেন বাবু গয়েশ্বর চন্দ্র রা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতিবারই প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আসছে। আর তারা ক্ষমতা টিকে থাকলে হামলা-মামলা থেকে কেউই রেহাই পাবে না’।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে এ সুধী সমাবেশে আয়োজন করে আসলাম চৌধুরী মুক্তি পরিযদ।

গয়েশ্বর বলেন, ‘আন্দোলন-সংগ্রাম আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। আমরা এমন কর্মসূচি দেব না যার জন্য অনুমতির প্রয়োজন হবে। তারা এতো বোকা নয় যে, আমাদের সরকার পতন আন্দোলনের অনুমতি দেবে। ’

‘বর্তমান সরকার ইলেক্টেড কিংবা সিলেক্টেড যাই হোক না কেন, তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় আছেন। ক্ষমতার জোরে তিনি দেশে কাজ করছেন। আর আমরা দেশের মানুষ এবং গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন করবো, তার জন্য সরকারের অনুমতি কেন নেব?’।

তিনি বলেন, ‘এ সরকারের ক্ষমতায় টিকে থাকলে হামলা-মামলা থেকে বিরোধীদলের কোনো নেতাকর্মী রেহাই পাবে না। বর্তমান ক্ষমতাসীন সরকার প্রতিবারই প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আসছে, আর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমিয়ে রেখেছে। ’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আসলাম চৌধুরী মুক্তি পরিযদের আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ওএফ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।