ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

যুবদলের পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
যুবদলের পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন

ঢাকা: বিএনপি চেয়ারপ‍ারসন খালেদা জিয়ার নির্দেশে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।

সাইফুল আলম নিরবকে কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসজে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।