ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপির নেতার মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বিএনপির নেতার মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: সৈয়দপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল হানিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকর্বাতায় তিনি এ শোক প্রকাশ করেন।

খালেদা মরহুম ডা. আব্দুল হানিফের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. আব্দুল হানিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ফখরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবিহব্বল পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।