ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

না’গঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
না’গঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন।

জেলার ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহবায়ক করা হয়েছে নুরুন্নাহার বেগমকে।

১ম যুগ্ম-আহ্বায়ক রহিমা শরীফ মায়া, যুগ্ম-আহ্বায়ক হিসেবে নাসরিন আক্তার (ফতুল্লা), পারভীন আক্তার (আড়াইহাজার), রুমা আক্তার (সোনারগাঁও), হাওয়া বেগমসহ (রূপগঞ্জ) ২০ জনকে মনোনীত করা হয়েছে।

মহানগর আহ্বায়ক কমিটিও ২১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে রাশিদা জামালকে এবং ১ম যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে আয়েশা আক্তার দিনাকে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।