ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টা করছে আ’ লীগ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
‘রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টা করছে আ’ লীগ’

ঢাকা: ক্ষমতাসীনরা রাষ্ট্রপতিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘তারা জানেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। সেজন্য তারা সব কিছুকে বির্তকিত করতে চান’।

‘এমনকি রাষ্ট্রপতির পদটিকেও বিতর্কিত করতে চান তারা’।

‘দুঃখ হয় যখন তাদের (আওয়ামী লীগ) শীর্ষনেতারা এ সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন, যার কোনো ভিত্তি নেই’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি ধন্যবাদ দেবো রাষ্ট্রপতিকে। তিনি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন’।

সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি পার্লামেন্টে বলেছেন, আমি দেখতে চাই গণতন্ত্র সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে’।

‘আমরাও সে কথাই বার বার বলছি যে, আমরা একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি চাই, একটা ইনক্লুসিভ ইলেকশন চাই, একটা ইনক্লুসিভ পলিটিক্স চাই, যেটাতে সবাই অংশ নেবে’।

আইনজীবী নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘কখনও হতাশ হবেন না। বুকে বল নিয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আমাদেরকে বিজয় অর্জন করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি লড়াই করছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য। আমাদের সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে’।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী নেতা তৈমুর আলম খন্দকার, মাসুদ আহমেদ তালুকদার, এবাদুর রহমান চৌধুরী, খালেদা পান্না, মতিলাল ব্যাপারী, আবেদ রাজা, মনির হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।

সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজেড/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।