ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) ‍দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। যাতে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


 
তিনি বলেন, বর্তমান সরকার সবকিছু থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। এর দায় সাধারণ জনগণের ওপর চাপাচ্ছে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি আব্দুর রহমান, ইফতেখার রহমান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা পবন, পরিমল চন্দ্র, ফারুকুল ইসলাম, আবুল বাসার, সাইফুল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।