ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা।

শনিবার (০৪ মার্চ) বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেনের নেতৃত্বে শাহাবাগ থানার আজিজ সুপার মার্কেট থেকে শাহাবাগ মোড়, বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল, সাকুরা মার্কেট, হাবিবুল্লাহ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, শাহাবাগ থানা বিএনপির সদস্য সচিব এম এ হান্নান, যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন আহমেদ মিন্টু, যুবদল ২১নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম খোকন, বিএসএমএমইউ ড্যাব সভাপতি ডা. সাইফুল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি ডা. এহ্তেশামুল হক তুহিন, কোষাধ্যক্ষ ডা. মো. মিজানুর রহমান কাওসার, সাংগঠনিক সম্পাদক ডা. মোফাখারুল ইসলাম রানা, ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাইফ উদ্দিন নেসার আহমেদ তুষান, ড্যাব ঢাকা মহানগরীর সদস্য সচিব ডা. মো. শামীউল আলম সুহান, ডা. আমিরুল ইসলাম, ডা. রুস্তম আলী মধু, ডা. জাহিদ, ডা. জাভেদ, ডা. আতিক, ডা. মোশাররফ, সালেহীন, সভাপতি বিএনপি বিএসএমএমইউ, লিটন, সাধারন সম্পাদক বিএনপি বিএসএমএমইউ, রাশেদ-সহ শতাধিক চিকিৎসক ও বিএনপির নেতা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।