ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদার বিরুদ্ধে চার্জগঠনের প্রতিবাদে যুবদলের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
খালেদার বিরুদ্ধে চার্জগঠনের প্রতিবাদে যুবদলের কর্মসূচি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের সাজানো ও কুমিল্লার একটি গাড়ি পোড়ানো মামলায় ষড়যন্ত্রমূলকভাবে চার্জশিট দেওয়ার প্রতিবাদে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে যুবদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (০৮ মার্চ) দেশের সব উপজেলা ও থানায়, বৃহস্পতিবার (০৯ মার্চ) দেশের সব জেলা শহর এবং শনিবার (১১ মার্চ) সব মহানগরে বিক্ষোভ পালিত হবে।

যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দেশের সব ইউনিটগুলোকে যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।