ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নাশকতার মামলায় হাবিব-উন-নবী খান সোহেল রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
নাশকতার মামলায় হাবিব-উন-নবী খান সোহেল রিমান্ডে

ঢাকা: রাজধানীর রমনা থানার নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০৭ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম খান সোহেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।  

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মাসুদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


 
এ সময় সোহেলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ আসামির জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।  

আইনজীবী মেজবাহ জানান, ৬ মার্চ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে তাকে ফের আটক করে পুলিশ।
  
সোহেলের বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জানুয়ারি মগবাজার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ও ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা একটি প্রাইভেটকারের চালককে অগ্নিদগ্ধের অভিযোগ আনা হয়। পরে অগ্নিদগ্ধ ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

২০১৬ সালের ৯ অক্টোবর নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সোহেলের আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেই থেকে তিনি কারাগারে।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।