ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ঢামেকের সাবেক অধ্যাপক আবদুর রশীদের মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ঢামেকের সাবেক অধ্যাপক আবদুর রশীদের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক অধ্যাপক ও ড্যাব’র সাবেক সভাপতি দেশের বিশিষ্ট শৈল্য চিকিৎসক প্রফেসর ডা. মো. আবদুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (০৮ মার্চ) এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় খালেদা জিয়া বলেন, বিশিষ্ট শৈল্য চিকিৎসাবিদ আবদুর রশীদের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত হয়েছি।

দেশে চিকিৎসা জগতে শৈল্য চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে তিনি যে সুনাম অর্জন করেছেন, তা বর্তমান প্রজন্মের চিকিৎসকদের প্রেরণা যোগাবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

পৃথক বার্তায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।