বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।
আইনজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ মল্লিক, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ গফুর মজুমদার, অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, রমিজ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব একে এম আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো. মাহতাব আলম ও ঢাকা ট্যাক্সেস বার শাখার জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আলম খান প্রমুখ।
বৈঠকসূত্রে জানা যায়, খালেদা জিয়া আইনজীবী নেতাদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং কর আইনজীবী নেতাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যুক্ত করার নির্দেশ দেন।
এছাড়া দেশের সার্বিক রাজনীতির কথা মাথায় রেখে আইনজীবী নেতাদের নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়ার নির্দেশ দেন খালেদা।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এজেড/জিপি/জেএম