সোমবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টায় কাটাবিল এলাকার রাগা বাদশাহর বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাড়ি ওই একই এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের পক্ষে ভোট কেনার টাকা ভাগাভাগি নিয়ে সকালে স্থানীয় হারুন, তানিম, কাজল ও জিলানীর সঙ্গে খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা খোরশেদকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসআই