ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কুমিল্লায় ভোট কেনার টাকার ভাগ নিয়ে বিরোধে একজন খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
কুমিল্লায় ভোট কেনার টাকার ভাগ নিয়ে বিরোধে একজন খুন

কুমিল্লা: কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট কেনার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা।

সোমবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টায় কাটাবিল এলাকার রাগা বাদশাহর বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলমের বাড়ি ওই একই এলাকায়।

 

স্থানীয় সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের পক্ষে ভোট কেনার টাকা ভাগাভাগি নিয়ে সকালে স্থানীয় হারুন, তানিম, কাজল ও জিলানীর সঙ্গে খোরশেদ আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা খোরশেদকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।