ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
 
বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এক ভাইবার বার্তায় এ তথ্য জানান।


 
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফর, কুমিল্লা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর বিজয়, চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরু হত্যাকাণ্ড, খালেদা জিয়ার মামলা- সর্বোপরি দেশের সার্বিক রাজনীতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে।
 
এদিকে, অনিবার্য কারণে রোববার সকাল ১১টায় ডাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকের পর সোমবার (৩ এপ্রিল) এ সংবাদ সম্মেলন হতে পারে।
 
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।