ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ময়মনসিংহে ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ময়মনসিংহে ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল- ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহে দীর্ঘ সময় ধরে ছাত্রদলের কমিটি নেই। প্রায় আট বছর আগে গঠিত আংশিক কমিটির নেতারা মামলা হামলায় এখন লাপাত্তা।

এ অবস্থায় ছাত্রদল নেতা নূরুল ইসলাম নূরু হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছেন পদ প্রত্যাশী ছাত্রদল নেতারা।

রোববার (০২ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে পদ প্রত্যাশীদের নেতৃত্বে খণ্ডখণ্ড এসব মিছিল করা হয়।

জানা যায়, নগরীর নতুন বাজার এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-কৃষি সম্পাদক জসিম উদ্দিন জনি, জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুব, এজিএস রানা, রবিন আকন্দ, বাকৃবির সাংগঠনিক সম্পাদক সুজন, এজিএস নিপু, আরিফ, তানজির, রাজন, কামরুল, রাশেদ, নজরুল, সুমন, বাপ্পি, বাপ্পি মজুমদার, ইমরান, সজীব, গোবিন্দ, কাদের, রাজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএএএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।