ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

আইপিইউ প্রতিনিধিদের নৈতিক অবস্থা গ্রহণের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আইপিইউ প্রতিনিধিদের নৈতিক অবস্থা গ্রহণের আহবান বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: মানসুরা চামেলি

ঢাকা: বাংলাদেশে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর প্রতিনিধিদের নৈতিক অবস্থান গ্রহণের আহবান জানিয়েছে বিএনপি।

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে আইপিইউ সম্মেলন হচ্ছে-এটা আনন্দের বিষয়।

তবে বাংলাদেশের মানুষ পরিক্ষীত সেই সর্বোত্তম সংসদীয় গণতন্ত্রিক শাসন ব্যবস্থা হতে বঞ্চিত। আইপিইউ সম্মেলনে নিজ নিজ দেশের মানুষের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। অথচ এ মহাসম্মেলনে আমাদের জনগণের প্রকৃত প্রতিনিধি নেই।

জমির উদ্দিন সরকার বলেন, সংসদ সদস্য নামে যারা দেশের হয়ে এ সম্মেলনের প্রতিনিধিত্ব করছেন তারা সবাই ভুতুড়ে ভোটারদের প্রতিনিধি। তাই সম্মেলনে আইপিইউ সদস্যদের প্রতি আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান নেন। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের সমর্থন সংসদীয় গণতন্ত্র পুন: প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

আইপিইউ সম্মেলনকে প্রহসন উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় আইপিইউ সম্মেলন হচ্ছে। যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না- গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। যে দেশে মানবাধিকার লুণ্ঠিত, হত্যা,গুম ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত সেই দেশে আইপিইউ সম্মেলন একটা প্রহসন ছাড়া অন্য কিছু নয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
এমসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।