ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

খালেদার সঙ্গে মালয়েশীয় সংসদীয় দলের বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
খালেদার সঙ্গে মালয়েশীয় সংসদীয় দলের বৈঠক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে আসা মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধি দল।

মঙ্গলবার (০৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

মালয়েশিয়ার পার্লামেন্টের সদস্য ও ক্ষমতাসীন দল পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজাহ আনোয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মালয়েশিয়া পিপলস জাস্টিস পার্টির প্রেসিডিয়াম সদস্য শামসুল ইস্কান্দার মোহম্মদ আকিন, সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. মোহম্মদ নূর মানতি ও বিরোধী দলের চিফ হুইপ দাতো জোহারি আবদুল।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধি দলের এটি ছিলো স্রেফ সৌজন্য বৈঠক। বৈঠকে সারা বিশ্বে সংসদীয় গণতন্ত্রের ভিত মজবুত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া গণতন্ত্রকামী দেশগুলোর মধ্যে পরস্পর সৌহার্দ্য, সম্প্রীতি বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্য, আর্থ সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad