ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিএনপি

নতুন বিচারকের প্রতিও অনাস্থা খালেদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, এপ্রিল ১৩, ২০১৭
নতুন বিচারকের প্রতিও অনাস্থা খালেদার

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নতুন বিচারকের প্রতিও অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লার প্রতি অনাস্থা জানান খালেদার আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

তিনি সাংবাদিকদের বলেন, যখন মামলার অভিযোগ গঠিত হয়, তখন বিচারক দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিলেন।

সেজন্য খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন না বলে মনে করছি। আবেদন করা হয়েছে, বিচারক তা নাকচ করে দিয়ে উচ্চ আদালতে যেতে বলেছেন।

এদিকে, দুর্নীতির এই মামলার শুনানি ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।