ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
খালেদার সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের বৈঠক খালেদা জিয়ার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার, শ্রমনীতি, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন খালেদা ও ব্লেকেন।
 
বৈঠকে বিএনপির তরফ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উপস্থিত ছিলেন।

নরওয়ে দূতাবাসের পক্ষ থেকে ছিলেন রাষ্ট্রদূতের পলিটিক্যাল সেক্রেটারি।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।