ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিএনপি

না’গঞ্জে কলহ থামাতে গিয়ে খুন বিএনপি নেতার স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
না’গঞ্জে কলহ থামাতে গিয়ে খুন বিএনপি নেতার স্ত্রী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার পারিবারিক কলহ থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার (৪৮)। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়ায় বাবুল প্রধানের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।  
 
বাবুল প্রধান সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

তার স্ত্রীকে খুনের ঘটনার পর থেকেই ভাড়াটিয়া স্বামী-স্ত্রী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে বাবুল প্রধানের বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বাঁধে। খবর পেয়ে বাড়িওয়ালা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার থামাতে ছুটে যান।  

এক পর্যায়ে সেলিনা আক্তারকে ছুরিকাঘাত করে ওই ভাড়াটিয়া দম্পতির কেউ একজন। তৎক্ষণাৎ অন্য ভাড়াটিয়ারা সেলিনাকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পর ওই ভাড়াটিয়া দম্পতি দ্রুত পালিয়ে যায়। ভাড়াটিয়াদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।