ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে শহরের কালিরবাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল নেতাকর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে সমাবেশে মিলিত হন।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধংস করতেই দেশের জনপ্রিয় এ নেতার বিরুদ্ধে গাজীপুরে মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র ও গ্রেফতারি পরোয়ানা জারির করা হয়েছে। ’

এতে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, রানা মুজিব, মমতাজউদ্দিন, আকতার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধানসহ মহানগর যুবদল নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।