ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

কিছু দিনের মধ্যেই বিএনপি ক্ষমতায় আসবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ৫, ২০১৭
কিছু দিনের মধ্যেই বিএনপি ক্ষমতায় আসবে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টুর দ্বিতীয় মৃত্য বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু

ঢাকা: বাংলাদেশের মাটিতে যদি গণতন্ত্র থেকে থাকে, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (০৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টুর দ্বিতীয় মৃত্য বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, গণতন্ত্রের জোরেই কিছুদিন পরে ক্ষমতায় আসবে বিএনপি।

ক্ষমতায় এসেই গুম হওয়া নেতাকর্মী এবং নাসির উদ্দীন পিন্টুর মৃত্যুর হিসাব চাইবো। আওয়ামী লীগের হিসাব দিতে হবে গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলম কোথায়? কিভাবে নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু হয়েছে?

বিএনপির এই নেতা বলেন, নাসির উদ্দিন পিন্টুর হত্যাকারী ৫ জানুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখলকারী এ সরকার। তাদের নির্যাতনের কারণেই পিন্টুর মৃত্যু হয়েছে। তার বিচার নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে হাবিবউন নবী খান সোহেলের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসটি/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।