শুক্রবার (০৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রণব মুখার্জি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকাজে তদবির করেন, যা খুব অস্বাভাবিক।
এসময় প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এ নেতা বলেন, আপনি যে হারে গুম ও খুন করেছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেনো, আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে।
পিন্টুর প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘পিন্টু মারা গেছেন নাকি তাকে খুন করা হয়েছে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। তবে, আমরা স্পষ্ট করে বলতে চাই, পিন্টুকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারণ, কারাগারে অসুস্থ হওয়ার পর হাইকোর্ট নির্দেশ দিলেন পিন্টুকে ঢাকায় এনে চিকিৎসা করার জন্য, কিন্তু সরকার সেটা করেননি। কারণ হাইকোর্টের রায় মুজিবকোর্ট মানে না’।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসটি/ওএইচ/বিএস