ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

খুলনা মহানগর বিএনপির প্রতিনিধি সভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, মে ৬, ২০১৭
খুলনা মহানগর বিএনপির প্রতিনিধি সভা শুরু খুলনা মহানগর বিএনপির প্রতিনিধি সভা শুরু-ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় বিএনপির প্রতিনিধি সভা শুরু হয়েছে। শনিবার (০৬ মে) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে এ প্রতিনিধি সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন-  দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই ও অধ্যাপক মাজিদুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত। খুলনা মহানগর বিএনপির প্রতিনিধি সভা শুরু-ছবি: বাংলানিউজপ্রতিনিধি সভায় খুলনা সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

বিকেল ৩টায় একই স্থানে জেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমআরএম/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।