ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মে ৭, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক (ফাইল ফটো)

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (০৮ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (০৭ মে) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের দুই কর্মকর্তা শামসু্দ্দিন দিদার ও শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, ‘ভিশন ২০৩০’ নিয়ে আগামী  বুধবার (১০ মে) হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠেয় খালেদা জিয়ার সংবাদ সম্মেলন স্থায়ী কমিটির এবারের বৈঠকের প্রধান এজেন্ডা।

প্রস্তুত হওয়া ‘ভিশন ২০৩০’ ও সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার লিখিত বক্তব্যের নানা খুঁটি-নাটি বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক অবস্থা ও এই মুহুর্তের করণীয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘ্ণ্টা, মে ০৭, ২০১৭
এজেড/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।