ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

চরম বিশৃঙ্খলায় নারায়ণগঞ্জ বিএনপির কর্মীসভা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ৭, ২০১৭
চরম বিশৃঙ্খলায় নারায়ণগঞ্জ বিএনপির কর্মীসভা সম্পন্ন নারায়ণগঞ্জে বিএনপির কর্মীসভায় চরম বিশৃঙ্খলা

নারায়ণগঞ্জ: নেতাকর্মী ও আয়োজকদের চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মীসভা। প্রথম থেকে স্থানীয় নেতাদের হাতাহাতি ও মারামারিতে সভায় দেখা দেয় চরম বিশৃঙ্খলা। যার ফলে নেতাকর্মীরা অনেকেই সভা ত্যাগ করেন।

রোববার (০৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাশে হিমালয় চাইনিজ রেন্টুরেন্টে জেলা বিএনপির কর্মীসভায় এমন দৃশ্য দেখা যায়।  

মাত্র ১২শ’ স্কয়ার ফিটের একটি রেস্টুরেন্টে কর্মীসভা আয়োজন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

 

সভায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, দেশে আজ শান্তি নেই, গণতন্ত্র নেই। টিভিতে, সভা-সমাবেশে আওয়ামী লীগের উন্নয়ন আছে, বাস্তবে নেই। নারায়ণগঞ্জে বিগত সময়ে সব নির্বাচনে বিএনপির জয় মানুষ দেখেছে।  

এর আগে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাসকে মারধর করেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পান্না মোল্লাও লাঞ্ছিত হন।  

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার বেগম, মহানগর মহিলা দলের আহ্বায়ক রহিমা শরীফ মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।