ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ৯, ২০১৭
বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছেন প্রধানমন্ত্রী প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি দলীয় সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (০৯ মে) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি দলীয় সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আইনের শাসন ধ্বংস করেছেন।

বিচার বিভাগের স্বাধীনতা তিনিই হরণ করছেন।  

স্মরণসভার আয়োজন করে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ।  

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করায় দেশে আজ জনজীবনের নিরাপত্তা নেই। কোথাও আইনের শাসন নেই। আওয়ামী লীগ যখন যা বলছে সেটাই আইন।

নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে একজন ত্যাগী নেতা উল্লেখ করে ফখরুল বলেন, শুধু পিন্টু নয়, আজকে শত, হাজার নেতাকর্মীর মৃত্যু হয়েছে এই সরকারের হাতে। সরকারের হাত গণতন্ত্রের কর্মীদের রক্তে রঞ্জিত। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণতান্ত্রিক আন্দোলনকারীদের হত্যা করছে।

দলের নেতকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি। এখন তোমাদেরই এ দায়িত্ব পালন করতে হবে। অন্যায়, অবিচার, লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাই শুধু ঘরের মধ্যে স্লোগান দিলে হবে না’।  

হাওরাঞ্চলের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘হাওরাঞ্চলে হাহাকার চলছে। মানুষের খাবার নেই। ভবিষ্যতে তারা কি করবেন, তা নিজেরাই জানেন না। মোটা চালের দাম ৫০ টাকার কাছাকাছি চলে গেছে। দ্রব্যমূল্য বাড়ছে। অথচ সরকার বলছে, চাল আমদানি করছে’।

সংগঠনের সভাপতি সাঈদ হোসেন সোহেলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সহধর্মিনী নাসিমা আক্তার কল্পনাসহ  নেতারা।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৭ 
এসটি/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।